আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

যুবলীগের চেয়ারম্যান শেখ পরশের রোগমুক্তি কামনায় মুন্সিগঞ্জে যুবলীগের দোয়া মাহফিল

আরো খবর

প্রতিনিধি, মুন্সিগঞ্জ : 

বাংলাদেশ আওয়ামীলী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ বাদ যহুর মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তাফগঞ্জ মাদ্রাসায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিছুর রহমান রিয়াদের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিছুর রহমান রিয়াদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  শহীদ শেখ ফজলুল হক মনি’র সূযোগ্য সন্তান বর্তমান মানবিক যুবলীগের আইকন যুব সমাজের অহংকার আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই অসুস্থ মহান আল্লাহর কাছে তার আশু রোগমুক্তির জন্য দোয়া করছি। তিনি দ্রুত সুস্থ হয়ে তার পরিকল্পনার মানবিক যুবলীগের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন।

পরে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি’র সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর আরোগ্য কামনা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তাফগঞ্জ মাদরাসার প্রিন্সিপাল মুফতি আবদুল গাফ্ফার। মোনাজাতে মাদরাসার ছাত্র সহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

আলোকিত প্রতিদিন/এপি 

- Advertisement -
- Advertisement -