এম স্বপন জাহান
সুনামগঞ্জের মধ্যনগরে ২৬ বোতল ভারতীয় মদ সহ আপন দুই ভাই-বোন কে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানা পুলিশের বরাত দিয়ে জানা যায়-
শুক্রবার,২৩ সেপ্টেম্বর দুপুরের দিকে মধ্যনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে, চামারদানী ইউনিয়নের দুগনই গ্রাম থেকে বিপুল মিয়া ও মাইফুল বেগম নামে দুই জন মাদক ব্যবসায়ী কে ২৬ বোতল মদ সহ গেপ্তার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা একই গ্রামের শফিক মিয়ার ছেলে ও ওয়াসিম মিয়ার স্ত্রী। এসময় তাদের কাছ থেকে ১৮ টি ছোট ও ৮ টি বড় মদের বোতল উদ্ধার করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন -গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৬ বোতল ভারতীয় মদ সহ তাদের কে গ্রেপ্তার করতে সক্ষম হই।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের কে আদালতে প্রেরন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -