আজ শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

পাথরঘাটায় তাবলীগ জামায়াতের চিল্লায় এসে এক সদস্যের আকস্মিক মৃত্যু

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মোঃ জিয়াউল ইসলাম:

বরগুনার পাথরঘাটায় তাবলীগ জামায়াতের চিল্লাতে এসে  এক সদস্যের আকস্মিক মৃত্যু ঘটে।

২০ ই  সেপ্টেম্বর  রোজ মঙ্গলবার সন্ধ্যা ৮ টার দিকে এশার নামাজের পর পাথরঘাটা থানা জামে মসজিদ   এ  হিরণ সিকদার (৬৫)  নামে এক সাথী আকস্মিক  মৃত্যু হয়। হিরন শিকদারের, বাড়ি শিবচর (৬৫), পিতা- মৃঃ আঃ রহমান শিকদার, সাং- দত্তপাড়া ০১ নং ওয়ার্ড, থানা- শিবচর, জেলা- মাদারীপুর,   মৃত-আবদুর রহমান এর ছেলে ।

গত দুই  দিন আগে  তিনি  অন্যান্য সাথী ভাইদের পাথরঘাটা থানা মসজিদে অবস্থান করছিলেন  মঙ্গলবার এশার নামাজ বাদ তালিম চলছিল তখন  হঠাৎ চেয়ার থেকে ঢলে পড়েন।  পাথরঘাটা থানা থেকে খরব পেয়ে তৎক্ষণাৎ পুলিশের টিম হাজির হয়ে তদন্ত শুরু করেন প্রাথমিকভাবে জানা যায়। তিনি স্ট্রোক করে মারা যান। কিছুক্ষণ পরেই পাথরঘাটা সার্কেল এসপি তোফায়েল আহমেদ  সরকার উপস্থিত হন।  তিনি  মোবাইল ফোনে  কথা বলে  লাশ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন।

- Advertisement -

অবস্থানরত তাবলিগ জামাতের আমিরের সঙ্গে কথা বলে জানা যায়  তিনি আগে থেকেই  কিছুটা অসুস্থ বোধ করছিলেন।

- Advertisement -
- Advertisement -