এ,এম স্বপন জাহান,
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিনটি দোকানের মালিক কে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ২০ সেপ্টেম্বর মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এর নেতৃত্বে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখোলা বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান জানান,অভিযান পরিচালনার সময় তিনটি মনোহারি দোকানে মেয়াদ উর্ত্তীন সাবান, মশলা, চা পাতা, হ্যাণ্ডওয়াশ, বিস্কুট, কোল্ড ড্রিংক পাওয়া যায় এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায়। উক্ত তিন দোকানী কে সর্ব মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -