আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে ইউএনও কে সংবর্ধনা! 

-Advertisement-

আরো খবর

এ,এম স্বপন জাহান
মধ্যনগরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ হাসান কে সংবর্ধনা প্রদান  করা হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কর্তৃক  শনিবার (১৭ সেপ্টেম্বর ) দুপুরের  দিকে ওই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলামের  সভাপতিত্বে ও  গলহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃআব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা      ( ওসি) জাহিদুল হক।   অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, যুগ্মআহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার, দপ্তর সম্পাদক আলাউদ্দীন, শ্রমিকলীগের সভাপতি সামছুদ্দীন মাস্টার, উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি অমরেশ রায় চৌধুরী,মৎসলীগের আহ্বায়ক রুহুল আমিন খান, আড়ৎদার সমবায় সভাপতি জহিরুল হক,যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, শিক্ষক গোলাম জিলানী প্রমুখ।
সংবর্ধিত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান  নবসৃষ্ট মধ্যনগর  উপজেলা বীরমুক্তিযোদ্ধা  সন্তান  কমান্ডের  প্রতি কৃতজ্ঞতা  জ্ঞাপন করে। শিগ্রয় মধ্যনগর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় সংস্কার করা হবে বলে প্রতিশ্রুতি দেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -