আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন এরদোয়ান

-Advertisement-

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তুরস্কের সরকারপন্থী হুরিয়েত পত্রিকা শুক্রবার লিখেছে, আসাদ যদি উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে হাজির হতেন তাহলে তার সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এরদোয়ান। তবে আসাদ ওই সম্মেলনে যাননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এখবর জানান হয়েছে ।
এমন সময় তুরস্কের পত্রিকা এই খবর দিলো যখন চারটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে, তুরস্কের গোয়েন্দা প্রধান গত কয়েক সপ্তাহে সিরিয়ার গোয়েন্দা প্রধানের সঙ্গে একাধিক বৈঠক করেছেন দামেস্কতে। সিরিয়ায় দুই বিরোধী পক্ষকে বিরোধ নিরসনের পথে নিয়ে যেতে এটিকে রাশিয়ার প্রচেষ্টা হিসেবে মনে করা হচ্ছে।
সিরিয়া আসাদবিরোধী বিদ্রোহীরা টিকে আছে তুরস্কের সমর্থনে। এখন বিদ্রোহীরা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তাদের নিয়ন্ত্রণে থাকা একমাত্র অঞ্চলে অবস্থান করছে। বিপরীতে প্রেসিডেন্ট আসাদ রাশিয়া এবং ইরানের সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের দমন করেছেন।
- Advertisement -
- Advertisement -