কবি নিখিল নওশাদ আলোকিত প্রতিদিনকে বলেন, ‘কবিতার সূত্র ধরেই ইংরেজি সাহিত্যের ছাত্রী সান্ত্বনা খাতুনের সঙ্গে পরিচয়। পরিচয় থেকে ভালোলাগা, ভালোবাসা। শেষে দুজনই বিয়ের সিদ্ধান্ত নিই। সান্ত্বনা শর্ত দেন, সোনাদানা নয়, বিয়ের দেনমোহর হিসেবে উপহার দিতে হবে ১০১টি প্রিয় বই। প্রিয় বইয়ের তালিকাও দিয়েছেন।’ নিখিল জানান, এক সপ্তাহ ধরে ঢাকা এবং বগুড়ার বিভিন্ন দোকান ঘুরে তালিকার ৭০টি বই কেনা সম্ভব হয়েছে। বাকি ৩১টি বই এখনো মেলাতে পারেননি তিনি। এর মধ্যে কিছু বিদেশি লেখকের বইও আছে। আজ বাদ জুমা ধুনট উপজেলার বড়িয়া গ্রামে বোনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। কাবিননামায় ৩১টি বই বাকি লিখতে হবে। সান্ত্বনা খাতুন বলেন, ‘নিখিলের কবিতা পড়ে ওর প্রেমে পড়েছি। ওর কবিতা খুব ভালো লাগে। সোনাদানা, টাকাকড়ি আমার কাছে মূল্যহীন। বই আমার কাছে অমূল্য সম্পদ। এ কারণে বিয়ের দেনমোহরানা হিসেবে ১০১টি বই চেয়েছি।’
বিয়ের পর পারিবারিক একটা গ্রন্থাগার গড়ার স্বপ্নের কথাও জানান সান্ত্বনা খাতুন। সেখানে দেনমোহরের প্রিয় ১০১টি বই সাজিয়ে রাখবেন তিনি। প্রিয় বইয়ের তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, হাসান আজিজুল হক, সৈয়দ মুজতবা আলী ছাড়াও দুই বাংলার জনপ্রিয় এবং বিদেশি লেখকের বই আছে।
আলোকিত প্রতিদিন/ ১৬ সেপ্টেম্বর ,২০২২/ মওম