আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ইউক্রেনের ৬ হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার : জেলেনস্কি

-Advertisement-

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের সেনাবাহিনীর রাশিয়ার দখলকৃত আরও ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, পূর্ব এবং দক্ষিণে সেপ্টেম্বরে শুরু হওয়া পাল্টা আক্রমণে রাশিয়ার কাছ থেকে ৬ হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
ইউক্রেনের এমন দাবির কারণে দেশটির পাল্টা আক্রমণ দ্রুত গতিতে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গত বৃহস্পতিবার জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনীয় সেনারা ১ হাজার বর্গ কিলোমিটার পুনরুদ্ধার করেছে। কিন্তু রবিবার তিনি উল্লেখ করেছিলেন পুনরুদ্ধারকৃত ভূখণ্ড তিনগুণ বেড়ে ৩ হাজার বর্গ কিলোমিটার হয়েছে। এরপর সোমবার রাতে তিনি করলেন, পুনরুদ্ধার করা ভূখণ্ডের আয়তন ৬ হাজার বর্গ কিলোমিটার ছাড়িয়ে গেছে।
পাল্টা আক্রমণে জড়িত ইউক্রেনের বিভিন্ন ব্রিগেডের সেনাদের ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। তিনি এই যোদ্ধাদের ‘প্রকৃত বীর’ হিসেবে উল্লেখ করেছেন।  বিবিসি’র পক্ষ থেকেও তাদের দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
- Advertisement -
- Advertisement -