আন্তর্জাতিক ডেস্ক:
মেক্সিকোতে একটি তেল ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস।
শনিবার উত্তরাঞ্চলীয় শহর মন্টেরিগামী একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার গাড়ি দুইটি পুরোপুরি পুড়ে গেছে। পুলিশের প্রকাশিত ছবিতে দুর্ঘটনাকবলিত বাসটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
প্রাথমদিকে ৯টি মরদেহের দেহাবশেষ খুঁজে পাওয়ার কথা জানায় তামাউলিপাস প্রদেশের পুলিশ। পরে বিকালের দিকে আরও ৯টি মরদেহ উদ্ধারের কথা জানান প্রসিকিউটররা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
- Advertisement -