এ,এম স্বপন জাহান
নারায়ণগঞ্জে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র্যালিতে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক র্যালি করেছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবদল।
শনিবার ( ১০ সেপ্টেম্বর ) বিকালে মধ্যনগর বাজারে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল , যুগ্ম- আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া ও সদস্য সচিব রায়হান উদ্দিন সোহেলের নেতৃত্বে মধ্যনগর উপজেলা যুবদল নেতাকর্মীদের নিয়ে বিশাল শোক র্যালি বের করা হয়।
শোক র্যালি থেকে যুবদলের নেতাকর্মীরা শাওন হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে । সেই সাথে গৃহবন্দী খালেদা জিয়ার মুক্তি দাবিতেও শ্লোগান দেয়। এসময়ে যুবদলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন- বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র্যালিতে পুলিশ অতর্কিত হামলা ও গুলি বর্ষণ করে যুবদল নেতা শাওনকে হত্যা করেছে। মামলা- হামলা ও হত্যা করে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের রাজপথ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না।
তারা আরও বলেন, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে যে পর্যন্ত দেশে ফিরিয়ে আনতে না পারবো এবং দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যুবদল রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। এর আগ পর্যন্ত মধ্যনগর উপজেলা যুবদলের নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না।
এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক মহিবুর রহমান মানিক,যুগ্ম- আহ্বায়ক, মুক্তার,যুগ্ম- আহ্বায়ক হযরত আলী,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেফুল,যুবদল নেতা আসরাফ উদ্দিন হিল্লোল,সুমন,মাহমুদুল হাসান সোহাগ প্রমুখ।
এছাড়াও মধ্যনগর উপজেলা যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -