এ,এম স্বপন জাহান
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা ও আহ্বায়ক কমিটির পরিচিতি-সভা অনুষ্ঠিত হয়েছে।৯ই আগষ্ঠ শুক্রবার দুপুরে মধ্যনগর আওয়ামী লীগের কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক মাহবুব আলম মঞ্জুর সভাপতিত্বে ও সদস্য প্রাণ গোপাল রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা বসন্ত কুমার বিশ্বাস,রমাপদ চক্রবর্ত্রী,পুরঞ্জয় সাহা রায়,নেহার উদ্দীন,মাখন চন্দ্র মহানায়ক,যুবমহিলা লীগের সভাপতি ও বিভাগীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সিনিয়র সিনয়র সদস্য শান্তা চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংষ্কৃতিক পরিষদের নবাগত কমিটির যুগ্ম আহ্বায়ক নিক্সন তালুকদার,সদস্য অমৃত জ্যোতি রায় সামন্ত,সুবির রায়,পরিমল তালুকদার,নিপা তালুকদার,বিজিত সরকার,বীণা রানী,আঁখি দে প্রমুখ।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -