আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, গ্রিস তার দেশের পর্যায়ের নয়। দুই দেশের সাম্প্রতিক বিরোধের মধ্যেই সোমবার এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান বলেন, সম্প্রতি তুরস্কের প্রতি হয়রানি এবং অশিষ্টতার মাত্রা বাড়িয়েছে গ্রিস। কিন্তু দেশটি আঙ্কারার পর্যায়ে নেই। রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সামরিকভাবে তারা আমাদের সমকক্ষ নয়। সময় হলে যেটা প্রয়োজন হয় তুরস্ক সেটাই করবে। এরদোয়ান বলেন, ‘গ্রিস, ইতিহাসের দিকে তাকাও! খুব বেশি বাড়লে চড়া মূল্য দিতে হবে। গ্রিসকে আমাদের একটি কথা বলার আছে। ইজমিরের কথা মনে রাখবেন।’ এক শতক আগে এই ইজমিরের দখল নিয়েছিল গ্রিক বাহিনী। পরে তাদের হটিয়ে অঞ্চলটি পুনরুদ্ধারে সমর্থ হয় তুরস্ক। সাম্প্রতিক মাসগুলোতে গ্রিসের বিরুদ্ধে এই অঞ্চলে দফায় দফায় উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তোলে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ২০২২ সালের প্রথম আট মাসেই গ্রিস এক হাজার ১০০ বার তাদের আকাশ ও পানিসীমা লঙ্ঘন করেছে।
- Advertisement -