আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বিপর্যয়ের শঙ্কায় পুতিনকে মধ্যস্থতার প্রস্তাব দিলেন এরদোয়ান

-Advertisement-

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের যে শঙ্কা রয়েছে, তা এড়াতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। কয়েক সপ্তাহ ধরে কেন্দ্রটির আশপাশে রাশিয়ার গোলাবর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার উদ্বেগের মধ্যেই এই প্রস্তাব দিলেন তিনি। শনিবার ইউরোপের এই বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধি দল। রাশিয়ার হামলার ফলে পারমাণবিক কেন্দ্রের সবশেষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। এর ফলে রিজার্ভ লাইন দিয়ে চলছে কার্যক্রম।
রাশিয়ার সামরিক অভিযানের শুরু থেকে বন্দর অবরুদ্ধ করে রাখায় দীর্ঘদিন শস্য সরবরাহ করতে পারেনি কিয়েভ। এতে অনেক দেশে খাদ্যে সংকট দেখা দেয়। দীর্ঘ অচলাবস্থা কাটতে জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় সম্প্রতি একটি চুক্তিতে উপনীত হয় কিয়েভ ও মস্কো।
- Advertisement -
- Advertisement -