আন্তর্জাতিক ডেস্ক:
নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভিসা চেয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে বিষয়টি নিয়ে ওয়াশিংটনের তরফে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এ মাসে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে যাওয়ার অনুমতি চেয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের জন্য ৫৬টি ভিসা চাওয়া হয়েছে। কিন্তু এখনও একটিও পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। শুক্রবার এর একটি অনুলিপি রয়টার্সের হাতে আসে।
- Advertisement -