আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা পাচ্ছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী

-Advertisement-

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভিসা চেয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে বিষয়টি নিয়ে ওয়াশিংটনের তরফে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এ মাসে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে যাওয়ার অনুমতি চেয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের জন্য ৫৬টি ভিসা চাওয়া হয়েছে। কিন্তু এখনও একটিও পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। শুক্রবার এর একটি অনুলিপি রয়টার্সের হাতে আসে।
তিনি বলেন, আমরা প্রতি বছর রাশিয়ান ফেডারেশনের প্রতিনিধিদের জন্য শত শত ভিসা প্রক্রিয়াকরণ করি। সময়মত প্রক্রিয়াকরণ নিশ্চিতের জন্য যত দ্রুত সম্ভব আবেদন জমা দিতে হবে। ১৯৪৭ সালের জাতিসংঘ ‘সদর দফতর চুক্তি’র অধীনে যুক্তরাষ্ট্রকে বিদেশি কূটনীতিকদের জাতিসংঘে প্রবেশের অনুমতি দিতে হয়। তবে ওয়াশিংটন বলছে, তারা নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত কারণে ভিসা প্রত্যাখ্যান করতে পারে।
- Advertisement -
- Advertisement -