আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‍্যালি ও প্রতিবাদ মিছিল

-Advertisement-

আরো খবর

ত্রিপুরারী দেবনাথ তিপু:

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বিএনপি এ দেশে হত্যা, ষড়যন্ত্র, দুর্বৃত্তায়ন ও জঙ্গিবাদের পৃষ্টপোষক। বিএনপি নেতারা তাদের চিরায়ত মিথ্যাচারের রাজনীতি অব্যাহত রেখে নানামুখী ষড়যন্ত্র-চক্রান্ত ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও অন্তরে তাদের ১৫ আগস্টের নির্মম-নিষ্ঠুর পাশবিক মানসিকতা এবং ২১ আগস্টের বর্বরতা ও পৈশাচিকতাকে ধারণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার ২৮ আগস্ট বিকাল বেলা হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরে মিলাদ মাহফিল ও একটি বিশাল শোক র‌্যালি শহর প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেন।
ঐতিহাসিক ভাবেই বিএনপি স্বৈরতান্ত্রিক আচরণ এবং জঙ্গি-সন্ত্রাস ও প্রতিহিংসার রাজনীতিকে লালন করে আসছে। গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধকে বিএনপি কখনো হৃদয়ে ধারণ এবং রাজনৈতিক কার্যক্রমে চর্চা করে না। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী অর্থনীতিতে একটি অনাকক্সিক্ষত সংকট সৃষ্টি হয়েছে। এই বৈশ্বিক সংকটকে পুঁজি করে জাতীয় রাজনৈতিক সংকট সৃষ্টির গভীর ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি।
আলোচনা সভা শেষে কয়েক হাজার ছাত্রলীগ নেতাকর্মীর অংশগ্রহণে রবিবার একটি বিশাল শোক র‌্যালি পুরো শহর প্রদক্ষিণ করে। এ সময় জয় বাংলা শ্লোগানে মুখরিত হয় হবিগঞ্জ শহর। র‌্যালির অগ্রভাগে এমপি আবু জাহিরসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেন। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন আরিফ বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাধবপুর- চুনারুঘাট উপজেলার আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত নেতা, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, এবং  মাধবপুরের আওয়ামী লীগ পরিবারের কৃতি সন্তান মো: জাকির হোসেন চৌধুরী অসীম।
আরো উপস্থিত ছিলেন,  যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ২৯ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -