আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

গ্যাস সংকটে ‘ভয়াবহ’ শীতের মুখোমুখি হবে ইউরোপ

-Advertisement-

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে রুশ অভিযানের শুরু থেকে হু হু করে বাড়ছে প্রাকৃতিক গ্যাসের দাম। এতে ধুঁকছে ইউরোপ। আসন্ন শীতে তা প্রকট আকার নিতে পারে। এমন সতর্কবার্তা দিয়ে বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী বলেন, প্রাকৃতিক গ্যাসের দাম কমানোর উপায় না পেলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে আগামী পাঁচ অথবা দশটি ভয়াবহ শীতের মুখোমুখি হতে হবে। ২৯ আগস্ট সোমবার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী টিনে ভ্যান ডের স্ট্রেটেন রবিবার টুইট বার্তা বলেন, ইউরোপের দেশগুলোর উচিত অবিলম্বে গ্যাসের মূল্য কমানো। গ্যাস ও বিদ্যুতের দাম সংশোধনের প্রয়োজন। আমরা যদি এ বিষয়ে পদক্ষেপ না নিই আগামী পাঁচ অথবা দশটি শীত হবে ভয়াবহ। আমাদের অবশ্যই উৎস খুঁজতে হবে, এ নিয়ে কাজ করতে হবে। শুধু গ্যাস নয়, বিদ্যুতের দামও নাগালের বাইরে চলে যাচ্ছে ইউরোপে, চলতি সপ্তাহে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। গ্যাস হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস। অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেন, জ্বালানির বাজারে এই মুহূর্তে যা ঘটছে তা  বন্ধ করতে হবে।
এদিকে সরবরাহ কমে যাওয়ার মধ্যেও প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ডলার মূল্যের গ্যাস পুড়াচ্ছে রাশিয়া। মস্কো সরবরাহ না কমালে এসব গ্যাস ইউরোপে রফতানি হত। জার্মানির অভিযোগ, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গ্যাস নিয়ে রাজনীতি শুরু করেছে।
আলোকিত প্রতিদিন/ ২৯ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -