মাইনুল হাসান মজনু :
বগুড়ার সারিয়াকান্দিতে মসজিদ-মাদ্রাসায় সরকারি অনুদানের নগদ অর্থ বিতরণ করলেন- বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব সাহাদারা মান্নান। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের গোদাখালী শাহী জামে মসজিদ ও জোড়গাছা হাফিজুল ইসলাম দারুল উলুম ক্বওমী মাদ্রাসায় সরকারি অনুদানে নগদ অর্থ বিতরণ উপলক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, শাহী মসজিদ এর সভাপতি মোঃ ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংসদ পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কামালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক রবিউল হাসান হেলাল, চন্দনবাইশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী হিরো, ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম পুটু সহ আরো অনেকেই। সুধী সমাবেশ শেষে পৃথক দুটি অনুষ্ঠানে আগে গোদাখালী শাহী জামে মসজিদে নগদ ৫০ হাজার এবং পরে জোড়গাছা হাফিজুল ইসলাম দারুল উলুম ক্বওমী মাদ্রাসায় ৫০হাজার টাকা বিতরণ করা হয়। এ-সময় এলাকার হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২৯ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -


