আজ বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মহানবী (সা.)-কে অবমাননা বিজেপি নেতার

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা বিজেপি নেতা টি.আর. রাজা সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ভারতের হায়দরাবাদে। বুধবারের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে চড়াও হয়ে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এসময় কুশপুত্তলিকা পোড়ায় আন্দোলনকারীরা।

তেলেঙ্গানার বিজেপি দলীয় বিধায়ক টি.আর. রাজা সিংয়ের মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলে ‘ধর্মের নামে বিদ্বেষ’ ছড়ানোর অভিযোগে ২৩ আগস্ট মঙ্গলবার তাকে আটক করে পুলিশ। কিন্তু কয়েক ঘণ্টা পর পুলিশি হেফাজতের অনুমতি না দিয়ে জামিন দেন আদালত। এর জেরে  বিভিন্ন জায়গায় রাজা সিংয়ের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন হতে দেখা গেছে। রাজা সিংকে ইতোমধ্যে বরখাস্তও করেছে বিজেপি। একইসঙ্গে কারণ দর্শনোর নোটিশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে ১০ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছিলেন টি. আর. রাজা সিং। গ্রেফতারের সময় সাংবাদিকদের তিনি বলেছিলেন, তার ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সরিয়ে দিয়েছে। তবে মুক্তির পর তিনি ভিডিও ক্লিপটির দ্বিতীয় অংশও আপলোড করেন।

সূত্র: এনডিটিভি

আলোকিত প্রতিদিন/ ২৫ আগস্ট ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -