রানা ইস্কান্দার রহমান:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহরণের তিন দিন পর এক কলেজছাত্রীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শফিকুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ২৩ আগস্ট মঙ্গলবার সকালে স্থানীয় বাগদাহ এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। সে গোবিন্দগঞ্জ শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
অপহৃত ছাত্রীর বাবা জানান, ২০ আগস্ট শনিবার সকালে মেয়েটি বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় কলেজে যাচ্ছিল। পথে কাটামোড়ে পৌঁছালে সংঘবদ্ধ অপহরণকারীরা সিএনজির গতিরোধ করে তাকে তুলে নিয়ে যান। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বুলবুল আহম্মেদ জানান, মেয়েটিকে উদ্ধারের পর গাইবান্ধা আধুনিক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দি নেওয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মেয়েটির বাবা বাদি হয়ে সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন। এর মধ্যে যমুনা পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মামলায় প্রধান অভিযুক্ত উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনী এলাকার আব্দুল লতিফের ছেলে মোশারফ হোসেনসহ (২৫) অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আলোকিত প্রতিদিন/ ২৪ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -