আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

লালন পালনের ভয়ে ছোট বোনকে হত্যা বড় ভাইয়ের আমৃত্যু কারাদন্ড

-Advertisement-

আরো খবর

মাসফি আকন্দ:
জামালপুরের সরিষাবাড়িতে লালন পালনের ভয়ে ১৬ মাস বয়সী ছোট বোন প্রাপ্তি ঘোষকে হত্যার দায়ে বড় ভাই ইন্দ্রজিৎ ঘোষকে আমৃত্যু সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। রবিবার বেলা ১ টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষনা করেন।
ইন্দ্রজিৎ ঘোষ সরিষাবাড়ি উপজেলার  শিমলা গোপীনাথ গ্রামের পরিতোষ চন্দ্র ঘোষের ছেলে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট নির্ম্মল কান্তি ভদ্র জানান- ২০১৭ সালের ২৩ জানুয়ারি রাতে নিজ ঘর থেকে নিখোঁজ হয় প্রাপ্তি ঘোষ। সাথে সাথে ঘটনাটি পুলিশকে জানান প্রাপ্তি ঘোষের বাবা পরিতোষ চন্দ্র ঘোষ। এরপর পুলিশের সন্দেহ হলে ইন্দ্রজিৎ ঘোষকে আটক করা হয়। রাতেই ব্যাপক জিজ্ঞাসাবাদের পর হত্যার কথা স্বীকার করে ইন্দ্রজিৎ ঘোষ।  ১৬ মাস বয়সী ছোট বোনকে লালন পালনের ভয়ে ঘটনার দিন রাতে প্রাপ্তি ঘোষকে ঘুম থেকে তুলে নিয়ে সরিষাবাড়ি বাস টার্মিনালের পাশে মামা শশুর আনন্দ মহন্তকে সাথে নিয়ে একটি ময়লা ও কচুরি পানার  পুকুরে ফেলে হত্যার পর লাশ গুম করে রাখার কথা পুলিশকে জানান ইন্দ্রজিৎ ঘোষ। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় নিহতের বাবা পরিতোষ চন্দ্র ঘোষ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ২৪ জনের মধ্যে ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে ইন্দ্রজিৎ ঘোষকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা অর্থদন্ড  ও এক বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে আদালত। তবে অপরাধ প্রমানিত না হওয়ায় মামলার ২য় আসামী আনন্দ মহন্তকে বেকসুর খালাস প্রদান করে আদালত।
আলোকিত প্রতিদিন/ ২১ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -