আন্তর্জাতিক ডেস্ক:
জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। দৃশ্যত চীন ও উত্তর কোরিয়ার প্রতি দৃষ্টিপাত করে গত সপ্তাহে হাওয়াই উপকূলে এই মহড়ার আয়োজন করা হয়। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। পেন্টাগন বলছে, উত্তর কোরিয়ার পাশাপাশি চীনের প্রতি নজর রেখে তারা সম্মিলিত মহড়ার পুনরুজ্জীবিত করছে। ২০১৭ সালের পর তিন দেশের এই ধরনের মহড়া এটিই প্রথম।
আলোকিত প্রতিদিন/ ১৬ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -