আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর হত্যাকারীরা ইতিহাসের নিকৃষ্টতম খলনায়ক: ভূমিমন্ত্রী জাবেদ

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি,চট্টগ্রাম দক্ষিণ:
ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, বিশ্বের রাজনৈতিক ইতিহাসের বর্বরতম ও নৃশংস কালো অধ্যায় বঙ্গবন্ধু হত্যাকান্ডের ঘটনা। এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতরা ইতিহাসের নিকৃষ্টতম খলনায়ক। স্বাধীনতা বিরোধী অপশক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তার নাম মুছে দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। সাইফুজ্জামান জাবেদ বলেন, বাংলাদেশ এবং বাঙালি জাতির অস্তিত্ব যতোদিন থাকবে বাঙালি হৃদয় থেকে ততদিন বঙ্গবন্ধুর নাম কেউ মুছতে পারবে না। তিনি বলেন, দেশের মানুষ, স্বাধীনতা ও দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ। গত সোমবার ১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আনোয়ারার একটি কমিউনিটি সেন্টারে তিনি এসব কথা বলেন ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এস এম আলমগীর চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, ভূমি মন্ত্রীর একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নওয়াব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দীন মোহাম্মদ মনসুর, আনোয়ারা সদরের চেয়ারম্যান অসীম কুমার দেব, চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা পারভিন হাবিব। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান জানে আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, সগীর আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরো, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস, বহিস্কৃত আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আমিন শরীফ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ। সভায় উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ।
আলোকিত প্রতিদিন/ ১৬ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -