প্রতিনিধি,দুমকি(পটুয়াখালী)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইস্ট-ওয়েস্ট সিড ইটারন্যাশনালের মধ্য একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় ভাইস-চ্যান্সেলর সচিবালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের উপস্হিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ড. মোহাম্মদ কামরুল ইসলাম রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং ইস্ট-ওয়েস্ট সিড ইটারন্যাশনালের পক্ষে কান্ট্রি ডিরেক্টর মোস্তফা কামাল চুক্তিতে স্বাক্ষর করেন। ২০২১ সালের প্রথম দিকে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ফলাফল হিসেবে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন হয়। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে মাষ্টার্সে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির সুযোগ দিচ্ছে ইস্ট ওয়ে সীড ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। এই বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে মাষ্টার্সে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে সৃজন পদ্ধতিতে কৃষি ভিত্তিক গভেষনা করার সুযোগ পাবেন। এর মাধ্যমে দেশে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও ইস্ট-ওয়েস্ট সিড ইটারন্যাশনালের প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ১৪ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -