আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পিসকি ঘিরে তীব্র লড়াই শুরু হয়েছে। পুরো ডনবাস এলাকার নিয়ন্ত্রণ নিতে বৃহস্পতিবার হামলা জোরালো করেছে রাশিয়া। কিয়েভ অভিযোগ তুলেছে, নিজেদের গোলাবারুদ রক্ষায় রাশিয়া ইউক্রেনের একটি পারমাণবিক কেন্দ্রকে ঢাল হিসেবে ব্যবহার করছে।
রাশিয়ার সমর্থিক ডনেস্ক পিপল’স রিপাবলিকের এক কর্মকর্তা জানিয়েছেন, ডনেস্কের প্রাদেশিক রাজধানী থেকে মাত্র দশ কিলোমিটার দূরের শহর পিসকি রাশিয়া এবং বিচ্ছিন্নতাবাদী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ডেনিল বেজসোনোভ নামের ওই কর্মকর্তা টেলিফোনে বলেন, ‘পিসকি উত্তপ্ত। শহরটি আমাদের কিন্তু উত্তর ও পশ্চিমে প্রতিরোধের কিছু বিচ্ছিন্ন পকেট থেকে গেছে’।
আলোকিত প্রতিদিন/ ১১আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -