আজ রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

চীনের সামরিক মহড়া,অনেক ফ্লাইট বাতিল এবং রুট পরিবর্তন

-Advertisement-

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক মহড়ায় বাধ্য হয়ে নিজেদের ফ্লাইট বাতিল করেছে এশিয়ার একাধিক এয়ারলাইন্স। কোরিয়ান, এশিয়ানা এবং সিঙ্গাপুরের মতো এয়ারলাইন্স রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গত মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে দ্বীপটিকে ঘিরে কৌশলগত সামরিক মহড়া শুরু করেছে বেইজিং। ঝুঁকি এড়াতে ফ্লাইট বাতিল এবং রুট পরিবর্তন করছে বিমান সংস্থাগুলো।
ছয়টি ‘বিপদ অঞ্চল’ এড়িয়ে চলতে বেইজিংয় সতর্ক করার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে, ওই স্থানে পিপলস লিবারেশন আর্মি ‘সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’ সমুন্নত রাখতে মহড়া চালাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এবং শনিবার তাইওয়ান রুটে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার। আর এশিয়ানা এয়ারলাইন শুক্রবারের জন্য ওই রুটে নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে। এদিকে শুক্রবার ৫ আগস্টের জন্য সিঙ্গাপুর এবং তাইপের রুটে নির্ধারিত চারটি ফ্লাইট বাতিল করেছে সিঙ্গাপুর এয়ারলাইনস। পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিডিউলে আরও পরিবর্তনের আভাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাপানের এএনএ এবং জাপান এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউলে পরিবর্তন আনেনি। তবে হংকং ও দক্ষিণ এশিয়ার দেশগুলোয় যাওয়ার জন্য মহড়ার এলাকা এড়িয়ে যাচ্ছে।
তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়ার কারণে এশিয়ার অন্যান্য ফ্লাইডের শিডিউলেও পরিবর্তন আনে কর্তৃপক্ষ।  প্রথম দিনের মহড়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের শক্তির জানান দেয় চীনা সামরিক বাহিনী।
সূত্র: আল জাজিরা।
আলোকিত প্রতিদিন/ ০৫ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -