মো: মহিদ:
মানিকগঞ্জ সিংগাইর উপজেলায় সালেহা বেগম (৫৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩১ জুলাই রবিবার বেলা ১১টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত সালেহা বেগম মাধবপুর এলাকার সিদ্দিক মিয়ার স্ত্রী। সিংগাইরের শান্তিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো: জাকির হোসেন বলেন, ঝুলন্ত অবস্থায় সালেহাকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে স্থানীয় প্রতিনিধি ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৩১জুলাই ,২০২২/ মওম
- Advertisement -


