আজ বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘর্ষে প্রস্তুত তার দেশ: কিম

-Advertisement-

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

১৯৫০-৫৩ কোরিয়ান যুদ্ধের সমাপ্তির ৬৯তম বার্ষিকীতে  ২৭ জুলাই বুধবার এক বক্তব্যে কিম হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দ্বৈত আইন’ যা আমাদের সশস্ত্র বাহিনীর সমস্ত নিয়মিত কার্যক্রমকে উসকানি এবং হুমকি হিসেবে উপস্থাপন করে।
উ. কোরিয়া এই দিনটিকে নিজেদের ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে আসছে। এদিন ভাষণে কিম আরও বলেন, মার্কিন হুমকি মোকাবিলায় পিয়ংইয়ংকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন ছিল। আমাদের সশস্ত্রবাহিনী এখন যেকোনো সংকট মোকাবিলায় প্রস্তুত আছে । পিয়ংইয়ং যেকোনও সময় পারমাণকি অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে গত মাসে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে দেশটি সবশেষ পারমাণবিক পরীক্ষা চালায়। তবে প্রায় সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় কোরীয় উপদ্বীপে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।  দক্ষিণ কোরিয়ার দাবি, গত জুন পর্যন্ত ৮টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা।
এদিকে বিজয় দিবস উদযাপন ভাষণে দ. কোরিয়ার উদ্দেশে হুমকি দিয়ে কিম বলেন, দেশটির নতুন প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সরকার এবং সামরিক বাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবে, যদি তিনি উত্তর কোরিয়ার ওপর আগাম হামলা চালানোর নির্দেশ দেন।
সূত্র: বিবিসি।
 আলোকিত প্রতিদিন/ ২৮ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -