আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ইলিয়াসের সঙ্গে আপস হয়েছে, সুবহা 

-Advertisement-

আরো খবর

 বিনোদন ডেস্ক:  
মামলায় অভিযোগ , গত বছর সেপ্টেম্বরে সুবহার সঙ্গে ইলিয়াসের পরিচয়। এরপর তাদের মাঝে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। গত ১ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় সুবহার পরিবারের পক্ষ থেকে ইলিয়াসের চাহিদা অনুযায়ী ১২ লাখ টাকার রোলেক্স ব্র্যান্ডের ঘড়িসহ ১৫ লাখ ৭৫ হাজার টাকার পণ্য দেওয়া হয়। কিন্তু এতেও ইলিয়াস সন্তুষ্ট হননি। এর মাঝে সুবহা জানতে পারেন ইলিয়াসের একাধিক বিয়ে রয়েছে এবং অসংখ্য প্রেমের সম্পর্ক চলমান। এরই মাঝে ইলিয়াস সুবহার কাছে ফ্ল্যাট কেনা বাবদ ৫০ লাখ এবং গাড়ির জন্য আরও  ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ৯ ডিসেম্বর ইউটিউব চ্যানেল কেনার জন্য সুবহার মায়ের কাছে আরও ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন ইলিয়াস। এরপর তাকে আড়াই লাখ টাকা দেয় সুবহার পরিবার। পরে ২৭ ডিসেম্বর দুপুরে ফ্ল্যাট ও গাড়ি কেনার জন্য ৮০ লাখ টাকার জন্য সুবহাকে চাপ দেওয়া হয়। এ নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়। এরই জেরে রাত ৮টার দিকে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন ইলিয়াস। পরদিন আবারও ৮০ লাখ টাকা যৌতুক চান। এই টাকা দিতে না চাইলে ইলিয়াস সুবহাকে জখম করেন। এরপর ইলিয়াস সুবহাকে ওষুধ খাইয়ে অজ্ঞান করেন। এই সুযোগে ইলিয়াস আলমারিতে থাকা ২০ লাখ টাকার স্বর্ণালংকার এবং ৫০ হাজার টাকা নিয়ে যান। এদিকে সুবহাকে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আলোকিত প্রতিদিন/ ২৫ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -