ইসরাফিল নাঈম:
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাশনে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩জুলাই শনিবার সকাল ১১টায় চরফ্যাশন প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয় ।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার আয়োজিত আনুষ্ঠানে মেরিন ফিসারিজ মোঃ সাইদুর রহমান বলেন, নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগনকে আরো সচেতন করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উৎযাপন করা হচ্ছে। আগামীকাল রবিবার সকাল ১০ উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে চরফ্যাসন শহরে প্রদক্ষিণ শেষে উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানান তিনি।
তিনি আরো বলেন, জাতীয় মৎস্য সপ্তাহে সকল কর্মসুচীতে অংশ গ্রহন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচারের করার জন্য। মতবিনিময় সবায় উপস্থিত ছিলেন, মেরিন ফিসারিজ কৃষিবিদ মো. সাইদুর রহমান, ফিল্ড অফিসার রফিকুল ইসলাম, আলহাজ্ব আব্বাছ উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়ার সাংবাদিকবৃন্দ।
আলোকিত প্রতিদিন/ ২৩ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -