আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুরে সরকারি সফরে আসছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি, মাধবপুর(হবিগঞ্জ) 
মাধবপুর- চুনারুঘাট (হবিগঞ্জ -৪)আসনের এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতি মন্ত্রী আজ ২২ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় বাংলাদেশ পর্যটন করপোরেশন আগারগাঁও থেকে নিজ এলাকায় মাধবপুর – চুনারুঘাট( হবিগঞ্জ -৪) নির্বাচনী এলাকায়, মাধবপুর সড়ক ও জনপদ রেস্ট হাউজ এর উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। হবিগঞ্জের মাধবপুর- চুনারুঘাট উপজেলায় সরকারি বিভিন্ন অধিদপ্তর কর্তৃক উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও ২০২২-২৩ অর্থ বছরে পুনর্বাসন কর্মসূচির আওতায় সাম্প্রতিক বন্যা ক্ষতিগ্রস্ত চুনারুঘাট উপজেলায় এক হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আমনের বীজ ও সার বিতরণের উদ্ভোধন এবং মাধবপর উপজেলায় বন্যা কবলিত নিম্ন আয়ের মানুষের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অর্থ প্রদান কার্যক্রমের উদ্ভোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করার কথা রয়েছে।  উল্লিখিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আলোকিত প্রতিদিন/ ২২ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -