আজ বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কৃষ্ণ সাগরের বন্দর সচলে ইউক্রেন-রাশিয়া চুক্তি হচ্ছে: তুরস্ক

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে শস্য রফতানি ফের শুরু করতে শুক্রবার চুক্তি সই করছে মস্কো এবং কিয়েভ। জাতিসংঘের পাশাপাশি এই চুক্তিতে মধ্যস্ততা করছে তুরস্ক। দেশটি জানিয়েছে, এই চুক্তি সইয়ের মাধ্যমে রুশ আগ্রাসনের জেরে শুরু হওয়া আন্তর্জাতিক খাদ্য সংকট সমাধানের আশা জেগেছে।

বিশ্বের শীর্ষ শস্য রফতানিকারক দেশগুলোর অন্যতম ইউক্রেন ও রাশিয়া। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেশ দুইটির মধ্যে চুক্তির কথা জানানো হয়। তবে তাৎক্ষণিকভাবে রাশিয়া কিংবা ইউক্রেনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে রাতে দেওয়া ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের কৃষ্ণ সাগরের বন্দর শিগগিরই সচল হতে পারে। তুরস্কের পক্ষ থেকে চুক্তির বিস্তারিত শর্ত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তুরস্কে যাচ্ছেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের কার্যালয় জানিয়েছে, শুক্রবার দুপুরের দিকে চুক্তি হতে পারে।

খাদ্য সংকটের জন্য নিজেদের দায় অস্বীকার করে আসছে মস্কো। তাদের পাল্টা অভিযোগ পশ্চিমারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করাতে এবং ইউক্রেন কৃষ্ণ সাগরের বন্দরে মাইন বসানোয় খাদ্য ও সার রফতানির গতি ধীর হয়ে পড়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, চুক্তি মেনে চলায় মস্কোর দায়বদ্ধতা নিশ্চিতের চেষ্টার দিকেই মনোযোগ দেবে ওয়াশিংটন।

সূত্র: রয়টার্স

- Advertisement -

আলোকিত প্রতিদিন/ ২২ জুলাই ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -