আজ বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ,আহত ৩

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মাইনুল হাসান মজনু :

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সোয়া ৮ টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের নূরুল ইসলামের চাতালের নিকট দুই থ্রি- হুইলারের সিএনজি মুখমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই সময় সিএনজি দুটি বগুড়া সারিয়াকান্দি সড়কে দ্রুত গতিতে চলাচল করছিল। এমন সময় ওই স্থানে সড়কের উপর পরে থাকা বালু-পাথরের সাথে ধাক্কা খেয়ে মুখমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলে আলতাফ হোসেন (৫৬) নিহত হয়। এছাড়াও অপর সিএনজির যাত্রী ইউনুস আলী (৪৫), সায়েদ আলী (৪২) ও মালেক (৩৫) আহত হন। এদের মধ্যে ইউনুস আলী গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইউনুস আলী ফুলবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামের হবিবরের ছেলে। নিহত আলতাফ হোসেন সারিয়াকান্দি পৌর এলাকার ধাপ গ্রামের মৃত: গেদা প্রামানিকের ছেলে।

আলোকিত প্রতিদিন/ ২১ জুলাই ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -