আজ শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ভাণ্ডারিয়ায় বেড়িবাঁধে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি,ভান্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বেড়িবাঁধ  প্রকল্প রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৬ জুলাই বুধবার সকালে উপজেলার বন বিভাগের উদ্দ্যেগে চরখালী ফেরিঘাট নামক স্থান থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। রোপন কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেড়িবাঁধ  প্রকল্পের প্রকৌশলী, সাদেকুল ইসলাম, এস এফ এন টি সি পিরোজপুর  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ভাণ্ডারিয়া উপজেলা বন কর্মকর্তা ইউসুফ আলী হাওলাদার, ভাণ্ডারিয়া  থানার পুলিশ পরিদর্শক মোঃ ফারুক হোসেন সহ অন্যান্যরা।উল্লেখ্যঃ ২০২১/ ২২ অর্থবছরে সি ই আই পি ১ বেড়িবাঁধ  প্রকল্প রক্ষা ও সামাজিক বনায়ন এর আওতায় উপজেলার তেলিখালী ইউনিয়নের পদ্মার খাল হইতে ধাওয়া ইউনিয়নের তুলাতলা খাল পর্যন্ত ৮০ সি কিলোমিটার সড়কে ৮০ হাজার বিভিন্ন প্রকারের ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে।
আলোকিত প্রতিদিন/ ০৬ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -