ত্রিপুরারী দেবনাথ তিপু
হবিগঞ্জের মাধবপুরে বন্যা কবলিত দিশেহারা অসহায় মানুষগুলো গবাদিপশু ও শিশু সন্তান নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। উপজেলার বাঘাসুরা, ছাতিয়াইন, নোয়াপাড়া, বুল্লা, আদাঐর এবং আন্দিউড়া ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। আশ্রয়কেন্দ্র গুলোতে শিশু সন্তান সহ নারী-পুরুষ আশ্রয় নিচ্ছেন। পানি বাড়ার সাথে সাথে আশ্রয় কেন্দ্র গুলোতে মানুষের সংখ্যাও বাড়ছে। বাড়ছে হাহাকার। এমন ভয়াবহ বিপর্যয়ে বন্যার্তদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ জুন শুক্রবার সকাল বেলা উপজেলার ৫ নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈম বন্যা কবলিত ইউনিয়ন পানিবন্দী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ চাউল বিতরণ করেন এতে কিছু টা স্বস্তি ফিরে পেয়েছেন বানভাসী অসহায় মানুষ গুলো। চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার রুখসানা পারভিন, আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আতিক ও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য বৃন্দ। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ, জেলা প্রশাসকের নির্দেশে আমরা বন্যা কবলিত মানুষদের খাদ্য সহয়তা পৌঁছে দিচ্ছি, সবসময় তাদের খোঁজ খবর রাখছি প্রয়োজনে তাদেরকে আরও সহায়তা করা হবে।আলোকিত প্রতিদিন/২৪ জুন ,২০২২/ মওম
- Advertisement -