আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুরে বন্যা পরিস্থিতির অবনতি 

-Advertisement-

আরো খবর

ত্রিপুরারী দেবনাথ তিপু:
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মাধবপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদী খালগুলো এখন পানিতে পরিপূর্ণ। ডুবে গেছে ফসলের মাঠ। তলিয়ে গেছে অধিকাংশ গ্রামীণ রাস্তাঘাট। উপজেলার জগদীশপুর, বুল্লা, আন্দিউড়া ইউনিয়নের প্রায় সবকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অসুবিধায় পড়েছেন খাবার পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়েও। বলতে গেলে মাধবপুরের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত ৪৩টি বিদ্যালয়ে বন্যার পানি উঠেছে। তাদের মধ্যে তলিয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উত্তর বরগ, বরগ, শিমুলঘর, রামেশ্বর. গুমুটিয়া, মীরনগর, দাসপাড়া. ধনকুড়া, নারায়নপুর, পশ্চিম বাঘাসুরা, পিয়াইম, পিয়াইম নাসির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়, মনিপুর এস এম শাহজাহান, বারাচান্দুরা, রতনপুর উত্তর, পশ্চিম খড়কি এবং দক্ষিণ খড়কি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যেই পানিতে প্লাবিত হয়ে গেছে। এছাড়া হাজী মিয়া চান, মাঝিসাইল, পাটুলী, মাল্লা, পিয়াইম, কুটানিয়া এবং পাশ্চিম বাঘাসুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে বন্যা আশ্রয়ন কেন্দ্র হিসেবে প্রস্তুত করে রাখা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, আজ পর্যন্ত উপজেলার ফসলের মধ্যে ১৮শ হেক্টর বোনা আমন, আউশ ধান ১৭শ ৯৬ এবং শাক সবজির ১শ ৬০ হেক্টর জমি তলিয়ে গেছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, বুল্লা ইউনিয়নের বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলার ২৭টি আশ্রায়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবারের জন্য চাহিদা পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৩ জুন ,২০২২/ মওম          
- Advertisement -
- Advertisement -