প্রতিনিধি,মধুখালী
ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের বামুন্দী বালিয়াকান্দি বাজার হইতে মহানবী হযরত মুহাম্মদ ( সা:) কে ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায়, উক্ত বিক্ষোভ মিছিলটি বামুন্দী বালিয়াকান্দি বাজার থেকে শুরু হয়ে বিড়ালদিয়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় বামুন্দী বালিয়াকান্দি বাজার এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন: মাওলানা মোহাম্মদ ইসমাইল মোল্লা, খতিব বামুন্দী বাজার জামে মসজিদ। ২/ মোহাম্মদ আবু তালহা, ইমাম বামন্দী দক্ষিণপাড়া জামে মসজিদ। ৩/মোহাম্মদ আলী আহসান, ইমাম বামুন্দী কলিয়া কান্দি পুরাতন জামে মসজিদ । ৪/ মোঃ গোলাম মোস্তফা, ইমাম আশাপুর জামে মসজিদ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আনুমানিক ৫০০/৬০০ জন ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবে বিকাল৬.৩০ ঘটিকার সময় শেষ হয়। আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মধুখালী থানার পুলিশ সার্বক্ষণিক উপস্থিত ছিল।
আলোকিত প্রতিদিন / ১৭ জুন ,২০২২/ মওম
- Advertisement -