আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মহানবীকে কটূক্তির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

-Advertisement-

আরো খবর

এ/পি ডেস্ক:
হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটূক্তির প্রতিবাদে সারা দেশের জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। আজ জুমা নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এসময় তারা কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেন।  আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে বিস্তারিত:-
 মোঃ সফিউল আজম,চট্টগ্রাম
হযরত মোহাম্মদ সল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লামের শানে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে আজ বাদে-জুমা চট্টগ্রাম নগরীর চাক্তাই সোবাহান সওদাগর জামে মসজিদ সংলগ্ন এক মানববন্ধনের আয়োজন ও প্রতিবাদ বিক্ষোভ করা হয়। উক্ত মানববন্ধনে শতশত মুসল্লী উপস্থিত হয়ে ভারতের বিজিপি নেতাদের প্রতি ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন। মানববন্ধনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সোবহান সওদাগর জামে মসজিদেরর সম্মানিত খতিব  শফিউল আজম আশরাফি, উক্ত মানববন্ধন সঞ্চালনা করেন মোঃ ওয়াজেদ রাকিব। এতে আরো উপস্থিত ছিলেন আহ্বান (মানবিক সংগঠন) এর উপদেষ্টা মোঃ আলবি আহমেদ (আলাউদ্দিন) মোঃ সোহেব চৌধুরী ও অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রতিনিধি,নাগরপুর(টাংগাইল)
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের কর্তৃক মহানবী সা.-কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশের ন্যায় নাগরপুরেও বিক্ষোভ  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন শুক্রবার  বাদ জুম’আ নাগরপুর উপজেলা সর্বস্তরের  উলামায়ে কেরামদের সার্বিক ব্যবস্হাপনায়  সর্বস্তরের তৌহিদী জনতা এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি নাগরপুর সরকারি কলেজ গেট থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ গেটে বিশাল প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মওলানা মো.রফিকুল ইসলাম( দা.বা) প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নাগরপুর বাজার জামে মসজিদের খতিব মাও: রফিকুল ইসলাম ও কওমী ওলামা পরিষদের সভাপতি মাও: মো. রফিকুল ইসলাম আমিনি, হাফেজ হেলাল উদ্দিন  প্রমুখ।এসময় বক্তরা বলেন- বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা ও বিজেপির দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে আঘাত করেছে। এটি জঘন্য ও ক্ষমাহীন অপরাধ। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে।নেতৃগণ আরও বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী (সাঃ) কে অবমাননা করলে আমরা চুপ থাকবো। বরং সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানের ঈমানী দাবী। আমরা অবিলম্বে রাসূল সা. কে অবমাননাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানাচ্ছি। অন্যথায় এর প্রতিবাদ অনেকগুন বাড়বে। বিপুল সংখ্যক মিডিয়াকর্মীসহ নাগরপুরের সর্বস্তরের তৌহিদী ধর্মপ্রাণ মুসলিম সমাজ উপস্থিত ছিলেন।
দুলাল,শাজাহানপুর(বগুড়া) :
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে বিতর্কিত মন্তব্য প্রতিবাদ কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিলও সমাবেশ করেছে বগুড়ার শাজাহানপুর উপজেলা জামায়াত ইসলামও ধর্মপ্রাণ মুসলমান।  শুক্রবার ১০ জুন বাদজুম্মা পরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়ক বিক্ষোভ মিছিল শেষে এ সমাবেশ কর্মসূচি পালিত হয়। সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কর্মসূচিতে অংশগ্রহনকারীরা বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়ই মহানবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর তীব্র নিন্দাজ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বক্তারা আরও বলেন, ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষও উদ্দশ্য প্রনোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসুল (সা:)কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকান্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।
মোঃ মহিদ,মানিকগঞ্জ 
ভারতের ক্ষমতাসীন দলের মুখপাত্র নুপুর শর্মা কতৃক হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে অবমাননার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকালে শহরের দক্ষিন সেওতা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ শহিদুল্লাহ, সাধারন সম্পাদক মাওলানা সুলায়মান হোসেন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মাহফুজর রহমান সিরাজী, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মুসলেম উদ্দীন,যুব আন্দোলন,শ্রমিক আন্দোলন ইসলামী আন্দোলের নেতৃবৃন্দ। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবী জানান এবং বাংলাদেশের জাতীয় পার্লামেন্টে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে মৃত্যুদন্ড আইন পাস করা সহ কাদিয়ানীদের কে কাফের ঘোষণার দাবি জানানো হয়।
মোঃহারুনুর রশিদ,কচুয়া (চাঁদপুর) 
মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে বিভিন্ন ভাষায় ভারতের ক্ষমতাশীল দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা  কুটুক্তি করায় এর প্রতিবাদে, চাঁদপুরের কচুয়া উপজেলা সাচার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো:মনির হোসেন এর ডাকে শুক্রবার জুমার নামাজ শেষে সাচার মধ্য বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ১নং সাচার ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও খতিবসহ ধর্মপ্রাণ সকল মুসলমান ও সাধারণ জনগন। প্রতিবাদ সভার মধ্যে উপস্বহিত বক্তব্যে চেয়ারম্যান মো:মনির হোসেন বলেন ভারতের সকল পণ্যকে বয়কট করা এবং ভারতের নুপুর শর্মার ফাঁসির না হওয়া পর্যন্ত মানববন্ধন ও  অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ও আহ্বান জানান।
মোঃ জিয়াউল ইসলাম (পাথরঘাটা)
সম্প্রতি হিন্দুত্ববাদী রাস্ট্র ভারতের কট্টরপন্থী দল বিজেপি’র দুই নেতা কর্তৃক বিশ্ব নবী মুহাম্মদ সা. ও তার স্ত্রী হযরত আয়েশা রা. কে নিয়ে অশ্লীল মন্তব্য এবং কটুক্তির প্রতিবাদে পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ৯ জুন (বৃহস্পতিবার)  আসরের নামাজের পরে এলাকার সকল দলের সম্মিলিত আয়োজনে কাকচিড়া বাজার নৌ-পুলিশ ফাঁড়ীর সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু করে বাজারের পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণে প্রদর্শন করে বাজারের পশ্চিম মাথায় তিন রাস্তার মোড়ে সকলে সমবেত হয়ে মানববন্ধন ও বক্তারা প্রতিবাদী আলোচনা রাখেন। এ সময়ে উপস্থিত ছিলেন – শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের রায়হানপুর ইউনিয়নের সভাপতি – শিকদার মোহাম্মদ রাজু,, কাকচিড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম – হাফেজ মাওঃ শাহ মোহাম্মদ আসাদুল্লাহ,, কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ী জামে মসজিদের ইমাম- এইচ এম ইব্রাহীম খলীল,, কাকচিড়া বাজার আব্দুল্লাহ জামে মসজিদের ইমাম – হাফেজ মোস্তাফিজুর রহমান সহ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা,, আরো উপস্থিত ছিলেন – রায়হানপুর ইউনিয়নের মুজাহিদ কমিটির (ছদর) মোঃ শহিদুল ইসলাম,, মুফতী মোখলেছুর রহমান সহ রায়হানপুর সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক – মাওঃ শাহ আলম, মাওঃ আবু হানিফ, মাওঃ হাফিজুর রহমান,, পাথরঘাটা হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসিস্ট্যান্ট হেড মাস্টার মোঃ শামিম আহসান সহ এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক বৃন্দরা। মানববন্ধন শেষে বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, মহানবী হজরত মুহাম্মদ সা. শুধু মাত্র ভারত কিংবা বাংলাদেশের জন্য নয়! নবী মুহাম্মদ হলেন গোটা বিশ্ববাসীর জন্য নেয়ামত ও একজন আদর্শবাদী শিক্ষক,, তারা আরো বলেন যে ভারত একের পর এক ইসলামের উপর হামলা, মানহানি ও অশ্লীল ভাষায় কটুক্তি করেই যাচ্ছে, এর প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি ভারতের ক্ষমতাসীন দলের নেতা নুপুর শর্মা ও তার সহযোগী এই বারও যে মন্তব্য করেছে তা খুবই দুঃখজনক ও নিন্দানীয়,, ইতিমধ্যে বিশ্বের ১৬ টি মুসলিম রাস্ট্র ভারতকে বয়কটের ডাক দিয়েছেন,, যদিও তাদের দুই জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্ত সেটা আমরা দেখেছি প্রায় এক সপ্তাহ পরে, তাদের বহিষ্কারে আমরা সন্তোষজনক নয় তাদেরকে আমরা ফাঁসির দড়িতে ঝুলিয়ে আমরা আমাদের আত্নার প্রশান্তি ঘটাতে চাই,, এর পাশাপাশি বিশ্বের ১৬ টি রাস্ট্রের মত বাংলাদেশ সরকারের কাছে আমরা নিন্দা ও প্রতিবাদ জানানোর আহবান জানাচ্ছি।
আলোকিত প্রতিদিন / ১০ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -