আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বালুবাহী ট্রাকের ধাক্কায় মরিচবাহী ট্রাকের হেলপার নিহত

আরো খবর

রাশেদুজ্জামান তাওহীদ
কুড়িগ্রাম জেলা শহরে বালুবাহী ট্রাকের ধাক্কায় মরিচবাহী অপর একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন।  ৪ জুন শনিবার ভোর রাতে শহরের জিয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত হেলপারের নাম মো.আলম মিয়া (৫০)। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা। স্থানীয়রা জানায়, চিলমারীর ব্রহ্মপুত্র নদ থেকে উত্তোলিত বালুবাহী একটি ট্রাক কুড়িগ্রাম শহরের জিয়া বাজার এলাকা অতিক্রমের সময় সেখানে দাঁড়িয়ে থাকা কাঁচা মরিচবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়। এসময় মরিচবাহী ট্রাকের হেলপার আলম মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এসময় বালুবাহী ট্রাকটির চালক জুয়েল গুরুতর আহত হন। স্থানীয়রা আহত চালককে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে মরিচবাহী ট্রাকটির চালক ও বালুবাহী ট্রাকটির হেলপার পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন বালুবাহী ট্রাকের চালক জুয়েল বলেন,’ বালু নিয়ে ধরলা আবাসনে যাচ্ছিলাম, ভোরে বাজারের ওখানে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল, বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইট দিতে গিয়ে মরিচের গাড়িতে ধাক্কা লাগে।’ ওসি খান মো.শাহরিয়ার বলেন, ‘নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
 আলোকিত  প্রতিদিন / ০৪ জুন ,২০২২/ মওম         
- Advertisement -
- Advertisement -