প্রতিনিধি,রংপুর
রংপুরের গঙ্গাচড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিথী (২২)নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় ওই নারীর স্বামী এবং সন্তান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। ১ জুন বুধবার সকাল ১১টায় গংগাচড়া উপজেলার বড়াইবাড়ি রোডে কুটির পাড়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। গংগাচড়া উপজেলার পাইকান হাজিপাড়ার মাহমুদ হাসানের স্ত্রী বিথী। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় স্বামীর সঙ্গে মোটরসাইকেলে গংগাচড়া দিকে যাচ্ছিলেন উপজেলার বড়াইবাড়ি রোডের কুটির পাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে এসে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাকের পিছনের চাকার ধাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বিথীর মৃত্যু হয়। পরে গুরুতর অবস্থায় বিথীর স্বামী ও সন্তানকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটি আটক করে। ঘাতক ট্রাকটিকে জব্দ করে পুলিশে থানায় নিয়ে আসে। নিহত নারীর স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন / ০১ জুন ,২০২২/ মওম
- Advertisement -

