প্রতিনিধি,মাধবপুর (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে বাজেট পেশ উপলক্ষে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত বাজেট সভার মাধ্যমে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ২ কোটি ১ লাখ ৬৬ হাজার ৩৮৯ টাকার সংস্থান রাখা হয়েছে। ৩০মে সোমবার সকাল বেলা ইউনিয়ন পরিষদের হলরুমে বাজেট সভায় সভাপতিত্ব এবং বাজেট উপস্থাপন করেন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ আতাউল মোস্তফা সোহেল। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন সচিব মোঃ মন্তাজ মিয়া। বাজেট বক্তৃতায় চেয়ারম্যান সৈয়দ সোহেল স্থানীয় রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ বাস্তবায়নের উপর জোর দিয়েছেন উল্লেখ করে জানান এই বাজেট একটি কল্যানমুখী বাজেট। বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার,স্থানীয় গণ্যমান্য এবং সচেতন ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাজেট সভায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বেশ কয়েকজন চেয়ারম্যানের কাছে বাজেট-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান।মুক্ত আলোচনায় অংশ নেন, সাবেক মেম্বার আব্দুর রশিদ,সাদমান জহির, জয়নাল আবেদীন, খায়ের উদ্দিন,সোহানুর রহমান প্রমুখ।