আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুরে ক্রীড়ার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

আরো খবর

নুরুন্নবী নুরু
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বর্তমান সরকার ক্রীড়ার উন্নয়নে যথেষ্ট আন্তরিক। ক্রীড়ার উন্নয়নে অবকাঠামো উন্নয়নসহ সকল ক্ষেত্রেই উন্নয়ন করছেন। এরই ধারাবাহিকতায় রংপুরে ইতিমধ্যে রংপুর স্টেডিয়াম, শেখ রাসেল সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম এবং মিডিয়া সেন্টার এর কাজ সম্পুর্ন হয়েছে। ২৯ মে রবিবার সকালে রংপুর পুলিশ লাইনস মাঠে বঙ্গবন্ধু বালক এবং বঙ্গমাতা বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, রংপুরে একটি বিভাগীয় স্টেডিয়ামের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিলো। সেটি অনুমোদন হয়েছে। ইতোমধ্যে ১৫ একর জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি দ্রুতই জমি অধিগ্রহণের কাজ স্টেডিয়ামের কাজ শুরু হবে। রংপুর জেলায় উপজেলাভিত্তিক ২টি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হয়েছে। সেই সাথে আরও ৫টি উপজেলায় মিনি স্টেডিয়ামের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।  নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা বিএনপি-জাতীয় পার্টিসহ সকল দলকে নিয়ে নির্বাচনে অংশ নিতে সবসময় প্রস্তুত। এজন্য পূর্বের মতো আগামীতেও বিরোধী দলের জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করবে আওয়ামী লীগ। তবে কেউ যদি নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে নির্বাচনে না আসে, তাহলে আওয়ামী লীগ কিংবা সরকারের কী করার আছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত রংপুর জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১১.০০ টায় পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মেজবাহ উদ্দিন। বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুঞা, ডিআইজি দেবদাস ভট্রাচার্য, আরপিএমপি কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াবিদগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় গংগাচড়া উপজেলা ও পীরগঞ্জ উপজেলার পৃথকভাবে বালক ও বালিকা দল অংশ নেন। টুর্ণামেন্টে রংপুর জেলার ৮ উপজেলা ও সিটি কর্পোরেশনসহ ৯ টি দল অংশ নিবেন। পরে দুপুরে জেলা স্টেডিয়ামে রংপুর স্টেডিয়ামের (শেখ রাসেল সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম ও মিডিয়া সেন্টার) অধিকতর উন্নয়নের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।
  
আলোকিত  প্রতিদিন / ২৯ মে ,২০২২/ মওম 
- Advertisement -
- Advertisement -