আজ বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মুক্তাগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, মুক্তাগাছা :

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনূর্ধ্ব-১৭)  এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে ২০২২ বিকালে আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মুক্তাগাছা পৌর ম্বেয়র বিল্লাল হোসেন সরকার, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা আজিজুল হক ইদু, উপজেলা চেয়ারম্যান আরব আলী, মুক্তাগাছা থানা অফিসার ইন-চার্জ মাহমুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী সহ আরো অনেকেই। ফাইনাল খেলায় প্রতিদ্বনদ্বিতা করেন মুক্তাগাছা পৌরসভা ফুটবল একাদশ বনাম দাওগাঁও ইউনিয়ন ফুটবল একাদশ । খেলাটিতে রেফরী হিসেবে ছিলেন আইনুল ইসলাম , সহকারী রেফরী হিসেবে ছিলেন হাসিম উদ্দিন চানু এবং সাকির হোসেন রানা এবং ৪র্থ রেফারী হিসেবে ছিলেন সুলতান আহামেদ। এতে মুক্তাগাছা পৌরসভা ফুটবল একাদশ দাওগাঁও ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে। এ নিয়ে টানা দ্বিতীয় বারের মত শিরোপা ঘরে তুলল মুক্তাগাছা পৌরসভা ফুটবল একাদশ। খেলা শেষ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানারআপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোকিত  প্রতিদিন / ২৭ মে ,২০২২/ মওম              

- Advertisement -
- Advertisement -