আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে সাজাপ্রাপ্ত আসামিসহ ‘প্রতারক’ আটক

আরো খবর

রাশোদুজ্জামান তাওহীদ

চারটি মামলায় আদালতে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। বৃহস্পতিবার পৃথক অভিযানে ঢাকার মগবাজার ও আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলো এরশাদুল হক ও চঞ্চল কুমার রায় (৩৩)। গ্রেফতার এরশাদুল হক চারটি মামলায় আদালতে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি সদর উপজেলার মোঘলবাসা ইউনিয়নের মালভাঙ্গা গ্রামের মৃত এসাহাক আলীর ছেলে। তিনি জেলা শহরের ইমরান মটরস নামক প্রতিষ্ঠানের মালিক বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘ কয়েক বছর থেকে তিনি পলাতক ছিলেন। অপর আসামি চঞ্চল কুমার সদরের পাঁচগাছী ইউনিয়নের মন্ডলপাড়ার নিকুঞ্জ কুমার রায়ের ছেলে। তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওসি খান মো. শাহরিয়ার জানান, গ্রেফতার এরশাদুল হকের বিরুদ্ধে সাজা পরোয়ানা ছিল। আর চঞ্চল কুমারকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তিনি ( চঞ্চল কুমার ) বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে গৃহনির্মাণ এবং গরু বিতরণের কথা বলে স্থানীয় ব্যক্তিদের কাছে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হাফেজ উদ্দিন নামে এক ভুক্তভোগী মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ওসি বলেন,  বৃহস্পতিবার ভোরে ঢাকার মগবাজার ও আশুলিয়া থেকে এই আসামিদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশের একটি দল। পরে শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আলোকিত প্রতিদিন / ২১ মে ,২০২২/ মওম 

- Advertisement -
- Advertisement -