রিপন সারওয়ার
মুক্তাগাছায় জাতীয় পার্টির সদস্য সংগ্রহ উপলক্ষে উপজেলা ও শহর জাতীয় পার্টির আয়োজনে সংবাদ সম্মেলন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় মুক্তাগাছা প্রেসক্লাব অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক এমপি ও জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ওয়াহেদুজ্জামান আরজু, শহর জাপার সভাপতি ও পৌর কাউন্সিলর মির্জা আবুল কালাম, মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ, সাধারণ সম্পাদক নূরুদ্দিন আহমদ খান সুলতান, শহর জাপার সহ-সভাপতি জসিম উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বিপ্লব, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক আহসান হাবিবুল্লাহ, শহর জাপার সাংগঠনিক সম্পাক মোফাজ্জল হোসেন মুকুল প্রমুখ।উপজেলা জাপার দপ্তর সম্পাদক আহসান হাবিবুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তাগাছা উপজেলার আওয়ামীলীগ ও বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে জাতীয় পার্টির সাবেক এমপি ও যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ মুক্তির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। মুক্তাগাছা পৌর যুবলীগ ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ আব্দুল মালেক সরকার, মোঃ ইউনুছ আলী, কামরুল ইসলাম, ৫নং ওয়ার্ডের যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর আলম, মোখলেছুর রহমান, হেলাল উদ্দিন, তারাটি ইউনিয়নের কবির আলম, কাশিমপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, কাশিমপুর ৬নং ওয়ার্ডের বিএনপি নেতা সিরাজুল ইসলাম তালুকদার, সাবেক মেম্বার মোঃ হাসেন আলী, আলাল ফকির, মিন্টু মিয়া, বিল্লাল হোসেন, তারা মিয়া, আব্দুর রশিদ, মানকোন ইউনিয়নের আওয়ামীলীগ ও বিএনপি থেকে যোগদেন হেলাল উদ্দিন, বাবুল হোসেন, আকবর আলী, মোয়াজ্জেম হোসেন, মাকসুদুর রহমান, আব্দুল কদ্দুস, বকুল চন্দ্র, মোয়াজ্জেম হোসেনসহ তাদের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে পৌর সভা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন / ১৯ মে ,২০২২/ মওম