নুরুন্নবী নুরু
রংপুর নগরীর সেনপাড়া এলাকার একটি বাড়ি থেকে মধ্যবয়সী এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার । ১৭ মে মঙ্গলবার রাতে বাড়ির দরজা ভেঙে মনোয়ারা সুলতানা ঝর্ণা নামে ৫৫ বছর বয়সী মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ৩০ বছর ধরে ঝর্ণা ওই বাড়িতে একাই বসবাস করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িটির ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় ছিল কিন্তু ঘরের ভেতর থেকে পঁচা দুর্গন্ধ আসায় তাদের সন্দেহ হয়। এলাকাবাসী পুলিশকে বিষয়টি জানালে রাত পৌনে ৮টার দিকে রংপুর কোতয়ালী থানার উপপরিদর্শক কামনাশীষের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। বাসার ভেতর বাথরূমের দরজার কাছে মনোয়ারা সুলতানার লাশ পড়ে থাকতে দেখে পুলিশ । অর্ধ গলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা, তিন-চার দিন আগে হার্টঅ্যাটাক বা অন্যকোনভাবে তার স্বাভাবিক মৃত্যুই হয়েছে। কারও কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য রাতেই লাশটি তার ভাইয়ের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
আলোকিত প্রতিদিন/ ১৮ মে ,২০২২/ মওম
- Advertisement -

