প্রতিনিধি, নীলফামারী
নীলফামারীর ডিমলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। উপস্থিত ছিলেন,উপজেলা আইন-শৃংখলা কমিটির সকল সদস্য,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কুন্জকলি রায় ,ডিমলা থানার তদন্ত (ওসি) বিশ্বদেব রায়,সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফর রহমান,বিজিবি’র থানারহাট কোম্পানী কমান্ডার আবু সাঈদ,ডিমলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, সংবাদকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের কর্মকর্তারা। সভায় বক্তারা মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন এবং অন্যান্য অপরাধ নির্মূলে সোচ্চার থাকার জন্য অনুরোধ জানান।
আলোকিত প্রতিদিন/ ১৮ মে ,২০২২/ মওম
- Advertisement -

