আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া ফেসবুক পেইজে মিথ্যা পোস্টের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ

আরো খবর

জি,এম রাশেদুল ইসলাম

 কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কালজয়ী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মজিবর রহমান এর সন্তান কুড়িগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক ধরলার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, লেখক, সাংবাদিক মোঃ আমানুর রহমান খোকন এবং জাতীয় দৈনিক চিত্র পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ মোখলেছুর রহমান ভুট্টু’র বিরুদ্ধে ভুয়া ফেসবুক পেইজে মিথ্যা, বিরুপ ও কু-রুচি পূর্ণ পোস্ট দেয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮/০৫/২০২২ইং বিকাল ৩টা হতে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করে কুড়িগ্রাম জেলার সকল সাংবাদিক, লেখক ও সচেতন নাগরিকবৃন্দ। কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন বাবুল এর সভাপতিত্বে শান্তিপূর্ণ মানববন্ধনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফজলে রাব্বি এ্যান্টনী, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি জিএম ক্যাপ্টেন, সিনিয়র সাংবাদিক আবু তালেব, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সাজু চৌধুরী, কুড়িগ্রাম সিটি প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ চৌধুরী ও সাধারণ সম্পাদক এমএ গাজী, কুড়িগ্রাম সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জিএম রাশেদুল ইসলাম, কবি ও নাট্যকার হেলাল জাহাঙ্গীর, কবি লুৎফর রহমান, সাংবাদিক নুরল ইসলাম, হাবিবুল হক লিংকন, আব্দুল আজিজ, সুধী সমাজের আইনুল হক, বীর মুক্তিযোদ্ধার সন্তান আইয়ুব আলী ইয়াকুব প্রমূখ। বক্তারা ভুয়া ফেসবুক পেইজে সাংবাদিক সম্পর্কে মিথ্যা পোস্টের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে দ্রুত তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানায়। বক্তারা বলেন- যে দু’জন সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে তারা কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান। যারা আড়াল থেকে তাদের বিরুদ্ধে এই মিথ্যা পোস্ট করেছেন তারা সাবধান হয়ে যান না হলে এর ফল ভালো হবে না।

আলোকিত প্রতিদিন/ ১৮ মে ,২০২২/ মওম 

- Advertisement -
- Advertisement -