প্রতিনিধি,কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুর কালিয়াকৈর উপজেলা চন্দ্রা এলাকায় নুর ওয়্যার ফ্যাশন লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ১৮ মে বুধবার সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় । কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে। তিনি আরো বলেন, পোশাক কারখানায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আলোকিত প্রতিদিন/ ১৮ মে ,২০২২/ মওম