প্রতিনিধি,নেত্রকোণা
সারাদেশে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বিপকে এদিকে অধিক মুনাফা লাভের আশায় তেল বিক্রি না করে গুদামজাত করে রাখছে ,এছাড়াও বোতল খোলে বেশী দামে বিক্রি করে যাচ্ছে। ১৫ মে রবিবার নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল বাজার এবং দূর্গাপুর বাজারে ভোজ্যতেল মজুদ পরিস্থিতিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উপজেলা প্রশাসন এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে দূর্গাপুর উপজেলার সহকারি কমিশনার( ভূমি) মোঃ আরিফুল ইসলাম কর্তৃক ঝাঞ্জাইল বাজারের মোতালেব অয়েল মিলকে ৩৪০ লিঃ বোতলজাত তেল খোলা সয়াবিন তেলের সাথে মিশিয়ে বেশি মূল্যে বিক্রি করায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম কর্তৃক দূর্গাপুর বাজারের দীপ্ত এন্টারপ্রাইজকে সয়াবিন তেলের অবৈধ মজুদের জন্য ২০,০০০ টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত ১১৮ লিঃ আগের রেটের তেল উপস্থিত ভোক্তাদের মাঝে বোতলের গায়ের রেটেই বিক্রি করা হয়। এ অভিযানে সহযোগী হিসাবে আরও ছিলেন দূর্গাপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর ও পুলিশ টীম ।সহকারি কমিশনার( ভূমি) মোঃ আরিফুল ইসলাম বলেন,দুর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল বাজারে সয়াবিন তেলের অবৈধ মজুদ এবং উচ্চমূল্যে বিক্রিকররার অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং আরেক ডিলারের গুদামে কিছু পূর্বের কেনা তেলের মজুদ পাওয়া যায় । অভিযোগের সত্যতা পেয়ে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪০,০০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এছাড়াও জনগণের মাঝে বোতলের গায়ে লিখিত মূল্যে বিক্রি করা হয়। সকল ব্যবসায়ীদের কে সর্তক করা হয়েছে এবং জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে ।