আজ বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কেন্দুয়ায় বেতাই সূতী নদীর পুনঃখননে খুশি এলাকাবাসী 

-Advertisement-

আরো খবর

 প্রতিনিধি,নেত্রকোণা:
নেত্রকোণা জেলার কেন্দুয়া  উপজেলায় রোয়াইলবাড়ি ইউনিয়নের বেতাই সূতী নদী  পুনঃখনন প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পে নদী ও খাল পুনঃখননে মৎস্য অধিদপ্তর থেকে বরাদ্দের ১০ লাখ টাকা খরচে ঐশী এন্টারপ্রাইজ এ কাজটি করেছে। এতে মৎস্য এবং কৃষি উন্নয়নে প্রভাব পড়বে বলে খুশি হয়েছে নদীর দুই তীরের এলাকাবাসী ‌।  কেন্দুয়া  উপজেলা মৎস্য কর্মকর্তা আযহারুল  জানান, বেতাই সূতী  নদীর পুনঃখনন প্রকল্পের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।  এ দুই প্রকল্পের অর্থায়নে শত ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। অতি দ্রুত খনন কাজ সম্পন্ন করেছে ঠিকাদার।  কারণ হিসেবে তিনি বৃষ্টিমুক্ত পরিবেশ, অতিরিক্ত ভেকু দিয়ে মাটি খনন ও সঠিক তদারকি উল্লেখ করেছেন। এপ্রিল মাসের শেষ পর্যন্ত প্রকল্পের বাকী খনন কাজ সম্পন্ন করার করা থাকলে ও সময়ের পূর্বেই শেষ করা হয়েছে । পাড়ের বাসিন্দারা দ্রুত পুনঃ খনন কাজ সম্পন্ন করাতে সন্তোষ প্রকাশ করেছেন ‌। তাদের দাবি  এভাবে নদী  পুনঃখনন প্রকল্পের  কাজ নির্ধারিত সময়ের আগেই সঠিকভাবে শেষ করেছে।
আলোকিত প্রতিদিন/ ১৪ মে ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -